সংযুক্ত আরব আমিরাতে চলমান পাঁচের ম্যাচ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা বিপক্ষে ৪-০তে এগিয়ে রয়েছে পাকিস্তান। এরইমধ্যে বেরিয়েছে চাঞ্চল্যকর তথ্য। সিরিজে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হয়েছে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে। সোর্সের বরাত দিয়ে শনিবার এ খবর ফাঁস করেছে জিও টিভি।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, সরফরাজ স্পট ফিক্সিংয়ের ওই প্রস্তাব পাওয়ার পরপরই প্রত্যাখ্যান করেন। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী ইউনিটকেও বিষয়টি অবহিত করেন।
পাকিস্তান বোর্ডের দুর্নীতি বিরোধী ইউনিট অবশ্য গতকালই এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিল। ইউনিটের কর্মকর্তারা জানায়, পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ এক সদস্যকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৭/ফারজানা