২০১৮ সালে ফুটবল ক্যারিয়ার শুরু করার আশাবাদ ব্যক্ত করেছেন উসাইন বোল্ট। অবসরে যাওয়া আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এই তারকা স্প্রিন্টার এর আগে পেশাদার ফুটবলে ক্যারিয়ার গড়ার ইঙ্গিত দিয়েছিলেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের একনিষ্ঠ সমর্থক বোল্ট সব সময়ই ফুটবলের প্রতি আলাদা ভালোবাসা উপভোগ করে থাকেন। তারই ধারাবাহিকতায় ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে বিদায় নেবার পরে এবার ফুটবলে ক্যারিয়ার গড়ার আগ্রহের কথা জানিয়েছেন। একইসঙ্গে প্রকাশ করেছেন বেশ কয়েকটি ক্লাব ইতোমধ্যেই তার সাথে আলোচনা শুরু করেছে।
৩১ বছর বয়সী বোল্ট গত আগস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন। সে কারণেই কোন ধরনের অনুশীলন করতে পারেননি। তবে দ্রুতই সুস্থ হয়ে উঠে আবারো অনুশীলন শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন অলিম্পিকে আটটি ও বিশ্ব চ্যাম্পিয়নশীপে ১১টি স্বর্ণ জয় করা এই গতিমানব।
বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৭/আরাফাত