গত দলবদলের বাজারে লিভারপুলের তারকা ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহোকে আনতে ব্যর্থ চেষ্টাই করে বার্সেলোনা। তিন-তিনবার প্রস্তাব দিয়েও কোনো কাজ হয়নি। বার্সার পক্ষ থেকে বলা হয়, স্প্যানিশ ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে কুতিনহোর জন্য ২০০ মিলিয়ন ইউরো চেয়েছে লিভারপুল।
গত দলবদলের বাজারে জোর চেষ্টা করেও ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহোকে দলে টানতে পারেনি বার্সেলোনা। তবে হাল ছাড়েনি। এ জন্য নতুন মৌসুমে আবারও লিভারপুল তারকাকে দলে টানতে মরিয়া বার্সা। তবে বাধা হয়ে দাঁড়াতে পারে নেইমারের ক্লাব পিএসজি। ফরাসি ক্লাবটিও তাকে পেতে মরিয়া।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, পিএসজি নয়, বার্সায় যেতে চাই কুতিনহো। কারণ ইতিমধ্যে পিএসজির কাছ থেকে লোভনীয় প্রস্তাব পাওয়ার পরও তা প্রত্যাখ্যান করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
সূত্র বলছে, আসন্ন শীতকালীন ট্রান্সফারে বার্সায় নাম লেখাতে পারেন কুতিনহো। এজন্য তাকে দলে পেতে সর্বোচ্চ ১৫০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বলে জানিয়েছে বার্সার সিইও অস্কার গ্রাউ।
এর আগে, গ্রীষ্মের দলবদলে বার্সায় যেতে চেয়েছিলেন কুতিনহো। তবে লিভারপুল সাফ জানিয়ে দেয় ‘কুতিনহো নট ফর সেল’। পরে ইংলিশ ক্লাবটির মন গললেও ২০০ মিলিয়ন ইউরো দাবী করে বসে। এখন দেখা যাক লিভারপুল টাকার কাছে তাদের অন্যতম সেরা তারকা ছেড়ে দেয় কিনা।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৭/মাহবুব