জাতীয় সংগীত বিতর্কে সরব ভারতের ক্রিকেট ও বলিউড তারকারা। এই জাতীয় সংগীত বিতর্কে গতকাল মুখ খুলেছিলেন গৌতম গম্ভীর। তার ফল হাতেনাতে পেলেন কলকাতা নাইট রাইডার্সের ই অধিনায়ক। নেটিজেনদের রোষের মুখে পড়তে হল তাঁকে। কেকেআর ক্যাপ্টেনকে সমালোচনায় বিদ্ধ করলেন নেটদুনিয়ার বাসিন্দারা।
শুক্রবার রাতে জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে থাকা নিয়ে মন্তব্য করেছিলেন গম্ভীর। এই তারকা ক্রিকেটারের বক্তব্য ছিল, "ক্লাবের বাইরে ২০ মিনিট ধরে দাঁড়িয়ে থাকা যেতে পারে। পছন্দের রেস্তরাঁর বাইরেও আধ ঘণ্টা অপেক্ষা করা যেতে পারে। কিন্তু জাতীয় সংগীতের জন্য মাত্র ৫২ সেকেন্ড দাঁড়ানো যায় না? খুবই কঠিন নাকি?"
ভারতীয় ব্যাটসম্যানের এই প্রশ্নের উত্তরে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। অনেকের বক্তব্য, এটা রেস্তরাঁ কিংবা ক্লাবের বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয় না। এটা প্রত্যেক মানুষের ব্যক্তিগত পছন্দ-অপছ্ন্দের বিষয়। জোর করে কখনও দেশাত্মবোধ জাগানো যায় না বলেই অভিমত নেটিজেনদের।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর