বাইশ গজে পরস্পরকে পিষে ফেলতে মুখিয়ে থাকেন তারা। চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই ক্রিকেট মাঠের হার-জিত ছাপিয়ে হয়ে ওঠে আবেগ, সম্মান ও মর্যাদারও। কথা হচ্ছে ভারত-পাকিস্তানের বাইশ গজের মহারণের।
তবে খেলার মাঠে তাঁরা যতই একে অপরের শত্রু হোন, বাইরে কিন্তু বেজায় বন্ধুত্ব। যেখানে বাধা হতে পারে না দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মতোবিরোধ। মানুষ হিসেবেই পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখেন বিরাট কোহলি-শাহিদ আফ্রিদিরা। তারই একটি উদাহরণ ফের সামনে এল।
আপাতত ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনেরও কোনও সম্ভাবনা নেই। তবে এসবের মধ্যেও যে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক অটুট রয়েছে, সে কথাই জানালেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি। সোশ্যাল মিডিয়ায় আফ্রিদি জানান, "তার শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতীয় তারকারা। ভালবাসা ও মানবিকতাই সব সীমানা, বাধা ভেঙে দিয়েছে। আর তাই হরভজনকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।"
এর আগে আফ্রিদির বিদায়বেলায় পাকিস্তানের এই অলরাউন্ডারকে নিজের সই করা একটি ব্যাট উপহার দিয়েছিলেন বিরাট কোহলি। সেই ব্যাটটিও নিলামে তোলেন বুমবুম। আর সেখান থেকে প্রাপ্ত অর্থ তুলে দেন শহীদ আফ্রিদি ফাউন্ডেশনে। সেই কারণে বিরাটের কাছেও তিনি কৃতজ্ঞ বলে জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর