সদ্য আইসিসির টেস্ট সদস্যপদ পাওয়া অায়ারল্যান্ডের থেকেও কম বেতন পান পাকিস্তানি ক্রিকেটাররা। অায়ারল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটাররা যেখানে বার্ষিক প্রায় ৭৫ হাজার মার্কিন ডলার বেতন পান সেখানে সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ আমিরের মতো পাকিস্তানের এ ক্যাটাগরির ক্রিকেটাররা পান ৭৪ হাজার মার্কিন ডলার।
ভারতীয় গণমাধ্যমের খবর, বর্তমানে সবচেয়ে বেশি বেতনভুক্ত ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ানরা। নতুন চুক্তিতে ৮ লক্ষ ১৬ হাজার মার্কিন ডলার বেতন পাবেন স্মিথ-ওয়ার্নাররা। ওয়েস্ট ইন্ডিসের ক্রিস গেইল, কাইরন পোলার্ড, জেসন হোল্ডারদের মত গ্রেড-এ ক্রিকেটারদের বার্ষিক আয় এক লক্ষ ৬০ হাজার ডলার। শ্রীলঙ্কার ক্রিকেটারদের সর্বোচ্চ বার্ষিক বেতন এক লাখ ২৫ হাজার টাকা।
তবে, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ক্রিকেটারদের বার্ষিক আয়ের তুলনায় অনেক এগিয়ে বিরাট কোহালি ও মহেন্দ্র সিংহ ধোনির মতো গ্রেড-এ ক্রিকেটারদের বার্ষিক আয়। ভারতীয় ক্রিকেটারদের বার্ষিক আয় ২ কোটি টাকা।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৭/মাহবুব