ব্রিস্ট্রলের নাইট ক্লাবে গিয়ে মারপিটের কারণে বিতর্কে জড়িয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। সামনের অ্যাসেজ সিরিজে তিনি থাকবেন কিনা স্পষ্ট নয়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। একের পর এক খারাপ খবরের মধ্যেই এবার ক্রিকেটার বেন স্টোকসের জন্য সুখবর এল।
গতমাসে ব্রিস্টলে স্টোকসের মারপিটের যে ঘটনা ও ভিডিও প্রকাশ্যে এসেছিল, তা ঠিক নয় বলে দাবি দুই যুবক ব্যারি ও ও’কনেল-এর।
ওই দুই যুবকের দাবি, ব্রিস্টলে ওই দিন বেন স্টোক না থাকলে তারা নাকি ধর্ষিত হতেন। তাঁদের যৌন নিগ্রহের হাত থেকে বাঁচিয়েছেন বেন স্টোকস। সমকামী ওই দুই যুবক সেদিন ব্রিস্টলের ওই স্থানে ছিলেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমকে। নাইট ক্লাব থেকে বাইরে আসার পর আরও দুই যুবক তাঁদের উপর চড়াও হয়। শুরু হয় উত্যক্ত করা। ঠিক এমন সময়ে নাইট ক্লাবের বাইরে আসেন বেন স্টোকস ও অ্যালেক্স হেল। নিগ্রহকারীদের বাধা দেন বেন। এর থেকেই দু’পক্ষের মধ্যে মারপিট শুরু হয়।
বিডিপ্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ ই জাহান