লা লিগার ম্যাচে অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। আদতে লিওনেল মেসির দাপুটে পারফরম্যান্সে আরও একটি অসাধারণ জয় পেল বার্সেলোনা। এদি মেসি একটি গোল করেন। তার পাশাপাশি পাওলিনহোর করা অন্য গোলে সহায়তা করেন।
শনিবার রাতে বিলবাওয়ের মাঠ সান মামেস ব্যারিয়াতে আতিথিয়েতা নিতে যায় বার্সা। এদিন ম্যাচের ৩৬ মিনিটে গোল করে নিজ দলকে এগিয়ে নেন মেসি। । বার্সার দ্বিতীয় গোলটি পেতে অবশ্য দ্বিতীয়ার্ধের ইনজুরি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে মেসির পাস থেকে লুইস সুয়ারেজের নেওয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। কিন্তু ফিরতি বল ফাঁকায় পেয়ে সহজেই জালে জড়ান ব্রাজিলের মিডফিল্ডার পাওলিনহো। ।
ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে ভালভার্ডের শিষ্যরা। আর এ জয়ে মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত কাতালানদের এটা লিগে টানা দ্বিতীয় ও মোট নবম জয়।
১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। ভালেন্সিয়া ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আর অ্যাতলেটিকো মাদ্রিদ ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর