জার্মান বুন্দেসলিগার শীর্ষস্থান দখলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। লিপজিগকে ২-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে জেমস রদ্রিগেজ ও রবার্ট লেভান্ডভস্কি একটি করে গোল করেন।
ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারিনায় ম্যাচের ১৩ মিনিটে অতিথিদের জার্মান ডিফেন্ডার বিলি অরবানকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। ফলে ১০ জনের দলে পরিণত হয় তারা। এরপর ১৯ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন কলম্বিয়ার মিডফিল্ডার রদ্রিগেজ। আর ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেভান্ডভস্কি।
লিগে ১০ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে পেয়েছে বায়ার্ন। তাদের বর্তমান পয়েন্ট ২৩। ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বুরুসিয়া ডর্টমুন্ড। আর ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে লিপজিগ।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ