সামনে একটা দারুণ নজির তৈরির হাতছানি। কিন্তু টেনশন করছে নিউজিল্যান্ড। বরং রবিবার কানপুরের গ্রিন পার্কে ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে তারা বেশ উত্তেজিতই।
তৃতীয় ম্যাচে বিরাট কোহলিদের হারাতে পারলেই ভারতের মাটিতে প্রথম একদিনের সিরিজ কিউয়িদের দখলে আসবে। গত বছরও ভারতের মাটিতে একদিনের সিরিজে ২-২ থাকার পর শেষ ম্যাচ হেরে যাওয়ায় সে আশা পূর্ণ হয়নি। এক বছর পর আবার সেই সুযোগ তাদের সামনে। মুম্বাইয়ে প্রথম ম্যাচে দারুণ জয়। তারপ্র পুনেতে হার। ফল আপাতত ১-১। তাই রবিবারের শেষ ম্যাচ কার্যত ফাইনাল।
২৪ ঘণ্টা আগে সাংবাদিকদের সামনে কিউয়ি জোরে বোলার টিম সাউদি বলেছেন, ‘সত্যিই কোনও চাপ নেই। উত্তেজনাটাই বেশি বলতে পারেন। আজ ট্রেনিংয়ের সময় সতীর্থরা বেশ চনমনেই ছিল। এটাও ঠিক যে, গতকাল ছুটি পেয়ে আমরা সবাই তরতাজা হয়ে গেছি। কাল সিরিজের মিমাংসা হবে। লড়াই হবে হাড্ডাহাড্ডি। ভারত শক্তিশালী দল। নিজেদের চেনা পরিবেশে খেলবে।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর