একটা গোলই। কিন্তু সেটি এমন একটি গোল, যা দেখে হেসে ফেলল গোটা গ্যালারি। এরপর লজ্জায়, হতাশায়, নিজের ওপর রাগে মাঠের মধ্যেই মুখ ঢাকল মালির গোলকিপার ইউসুফ কোইতা। এমনটি ঘটেছে এবারের যুব বিশ্বকাপে ব্রাজিল ও মালির ম্যাচে।
ম্যাচ তখন গড়িয়েছে ৫৫ মিনিটে। ব্রাজিলের অ্যালান বক্সের বাইরে থেকে একটা দুর্বল শটই নিয়েছিল। অ্যালানকে শট নিতে দেখে গোলের মুখ ছোট করতে জায়গা ছেড়ে বেরিয়ে এসেছিল মালির গোলকিপার। অ্যালেনের সেই মন্থর শট দু’হাতে প্রায় ধরেও ফেলেছিল কোইতা।
কিন্তু হাত ফসকে সেই বল তার দু’পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে গিয়েই কী ভাবে যেন গতি পেল। সেই সময়ে গোলে ফেরার চেষ্টা করেও বলের আগে ফিরতে পারেনি মালির গোলকিপার। বল গড়িয়ে চলে গেল মালির গোলে। মুখ ঢেকে শুয়ে পড়ল কোইতা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর