দক্ষিণ আফ্রিকা সফরে হারের বৃত্ত থেকে এখনও বের হতে পারেনি বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর দুই ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতেও ২০ রানে হেরেছে টাইগাররা। তবে সফরের শেষ ম্যাচে জয় নিয়েই দেশে ফিতে চান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
পচেফস্ট্রুমে সেনওয়েম পার্কে আজ সফরের শেষ ম্যাচে স্বগতিকদের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের দলটি। এর আগে অবশ্য এই মাঠে কোনো টি-টোয়েন্টি ম্যাচ হয়নি। তবে মাঠটি বাংলাদেশের জন্য খুব একটা অপরিচিতও নয়। কারণ এই মাঠেই সিরিজের প্রথম টেস্ট খেলেছিল মুশফিকের দল।
এদিকে, বাংলাদেশ একাদশে আজ একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেছে সাকিব দ্বিতীয় ম্যাচে বাড়তি একজন ব্যাটসম্যান নিয়ে খেলবেন। সেক্ষেত্রে আজকের একাদশে নাসির কিংবা লিটনকে দেখা যেতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসির হোসেন, শফিউল ইসলাম, রুবেল হোসেন।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার শেষ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ