কানপুরে তৃতীয় ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি৷
ব্লাক ক্যাপসদের বিরুদ্ধে ৮৩ রান করতেই ওয়ানডে ক্যারিয়ারে নয় হাজার রানের ক্লাবে প্রবেশ করেন কোহলি। তবে এদিন ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ধারণী ম্যাচে দুরন্ত ছন্দে ভারত৷ কানপুরের বাইশ গজে ১০৬ বলে ঝড়ো শতরান তুলে নিয়েছেন রোহিত শর্মা৷ ‘হিটম্যান রোহিতের ব্যাটে ভর করে ৪৩ ওভারে তিন উইকেট হারিয়ে ২৭৪ রান তুলেছে ব্লু-ব্রিগেড৷
আর ওয়ান ডে ক্যারিয়ারের ১৫তম শতরান হাঁকিয়ে ফেললেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ান ডে’তে একেবারেই রানের ছন্দে ছিলেন না রোহিত৷ সিরিজ ডু অর ডাই ম্যাচে একবারে শতরান হাঁকিয়ে হৃদয় জিতে নিলেন ডানহাতি৷
বিডিপ্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ ই জাহান