কানপুরে আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে ৩৩৮ রানের লক্ষ্য দিল ভারত। ওপেনার রোহিত শর্মার ১৪৭ ও অধিনায়ক বিরাট কোহলির ১১৩ রানের ইনিংসের ওপর ভর করে ৬ উইকেটে এ স্কোর গড়ে ভারত।
নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার,টিম সাউদি ও অ্যাডাম মাইল।
এদিকে ওই ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করেছেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি পৌঁছে গেছেন ৯ হাজার রানের অভিজাত ক্লাবে। আর একই সঙ্গে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩২তম ওয়ানডে শতক।আর রোহিত শর্মা ১৫তম শতক।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪০ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
বিডিপ্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ ই জাহান