শুরুতে সাকিবের জোড়া আঘাতের পর এবার দক্ষিণ আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে সাজঘরে পাঠালেন সাইফুদ্দিন। দলীয় ৭৮ রানে এবিকে ইমরুলের ক্যাচ বানিয়ে টাইগার শিবিরে স্বস্তি নিয়ে আসেন এই অলরাউন্ডার।
এর আগে, দলীয় ২৩ রানের মাথায় প্রোটিয়া ওপেনার ম্যাঙ্গালিসো মইসে এবং ৩৭ রানে প্রোটিয়া অধিনায়ক জেপি ডুমিনিকে বোল্ড করে দেন সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৯৫ রান। ব্যাট হাতে ক্রিজে রয়েছেন হাশিম আমলা ও ডেভিড মিলার।
বাংলাদেশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন।
দক্ষিণ আফ্রিকা: হাশিম আমলা, ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিয়েন, আন্দিল ফেহলুকাওয়ো, অ্যারন ফ্যাঙ্গিসো, রবার্ট ফ্রাইলিঙ্ক, বুরান হেনড্রিকস, ম্যাঙ্গালিসো মইসে এবং ডোয়াইন প্রিটোরিয়াস।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৭/মাহবুব