দক্ষিণ আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে আউট করার পর এবার মাঠে ঝড় তোলা হাশিম আমলাকে সাজঘরে পাঠালেন মোহাম্মদ সাইফুদ্দিন। দলীয় ১৫৭ রানে আমলাকে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে টাইগার শিবিরে কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসেন এই অলরাউন্ডার।
এর আগে, টস হেরে ব্যাট করতে শুরুতেই সাকিবের বোলিং তোপে পড়ে প্রোটিয়ারা। দলীয় ২৩ রানের মাথায় প্রোটিয়া ওপেনার ম্যাঙ্গালিসো মইসে এবং ৩৭ রানে প্রোটিয়া অধিনায়ক জেপি ডুমিনিকে বোল্ড করে দেন সাকিব। তবে এক প্রান্ত আগলে রেখে বড় সংগ্রহের দিকে দলকে টেনে নিতে থাকেন হাশিম আমলা।
এরপর দৃশ্যপটে হাজির হয় সাইফুদ্দিন। এবিকে ফেরত পাঠানোর এর সেঞ্চুরি দাঁড়প্রান্তে থাকা আমলাকেও সাজঘরে পাঠানের এই তরুণ। তবে আউট হওয়ার আগে ৫১ বলে ১১ চার ও এক ছক্কায় ৮৫ রান করেন আমলা। বর্তমানে ১৭ ওভার ২ বল শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান। ৪৭ রান নিয়ে মিলার এবং ৪ রান নিয়ে ক্রিজে রয়েছেন বেহারদিয়েন।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৭/মাহবুব