দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ম্যাচে টাইগার বোলারদের তুলাধোনা করে রেকর্ড ৩৫ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন কিলার মিলার নামে খ্যাত ডেভিড মিলার। এটিই এখন পর্যন্ত দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড। এর আগে, ক্রিস গেইল ৩০ বলে সেঞ্চুরি করলেও সেটা ছিল আইপিএলে।
রবিবার দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ম্যাচ ও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।দলীয় ৪০ রানের মধ্যে স্বাগতিকদের দুই উইকেট তুলে নিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
তবে এক প্রান্ত আগলে রেখে দলকে বড় সংগ্রহের দিকে টেনে নিয়ে যান আমলা। সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে ব্যক্তিগত ৮৫ রানে আমলাকে ফিরান সাইফউদ্দিন। এর আগে এবি ডি ভিলিয়ার্সকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন এই অলরাউন্ডার। কিন্তু চাপে পড়া তো দূরের কথা উল্টো টাইগার বোলারদের তুলাধোনা করে ৩৫ বলে দ্রুততম রেকর্ড সেঞ্চুরি তুলে নেন মিলার। আর তার ৩৬ বলে অপরাজিত ১০১ রানের সুবাদে টাইগারদের সামনে ২২৫ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় প্রোটিয়ারা। মিলারের বিধ্বংসী ইনিংসে ছিল ৭ চারের পাশাপাশি বিশাল ৯টি ছক্কার মার।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৭/মাহবুব