দক্ষিণ আফ্রিক সফরটা মোটেই সুখকর হল না টাইগারদের। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ দিয়ে শুরু, মাঝে ওয়ানডে আর সবশেষে টি-টুয়েন্টিতেও ধবল ধোলাই হল বাংলাদেশ।
মুশফিক, মাশরাফি ও সাকিব আল হাসান কেউই বাংলাদেশকে হারের বৃত্ত থেকে বের করে আনতে পারলেন না।
ব্যাটিং-বোলিং সব বিভাগেই ব্যর্থ টিম বাংলাদেশ।সাফল্যের মুখ দেখবে দূরে থাক পরাজয়ের সঙ্গে যুক্ত হয়েছে কতগুলো ইনজুরি।তামিম, মুস্তাফিজ দুজনেই চোট পেয়ে দেশে ফিরেছেন। তাই বলতে হচ্ছে শূন্য হাতেই ফিরতে হচ্ছে সাকিবদের।
রবিবার শেষ টি-২০ ম্যাচে ৮৩ রানে জয় পেয়েছে প্রোটিয়ারা। আমলা-মিলারদের ২২৪ রানের জবাবে ১৪১ রানেই গুটিয়েছে টাইগারদের ইনিংস। সৌম্য, রিয়াদ, মিরাজ ও সাইফুদ্দিন ছাড়া কেউই দুই অঙ্কের ঘর পেরুতে পারেন নি। সর্বোচ্চ ৪৪ রান এসেছে সৌম্যর ব্যাট থেকে।
অন্যদিকে মিলার রীতিমতো বাংলাদেশি বোলারদের শাসন করেছেন। তুলে নিয়েছেন টি-২০ক্রিকেটের দ্রুততম শতক। ছক্কা-চারের ফুলঝুড়ি ছিটিয়েছেন সাইলেন্ট কিলার খ্যাত এ ব্যাটসম্যান।আর দিন শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটিও তার।
বিডিপ্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ই জাহান