মহেন্দ্র সিংহ ধোনির মেয়ে জিভা'র বয়স মাত্র আড়াই বছর। অথচ সে মালায়ালি ভাষার একটি গান মুখস্থ গাইল। কীভাবে এই কঠিন উচ্চারণ শিখে গেল জিভা!
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল ধোনির মেয়ের গানটি। তাও আবার যে সে গান নয়। একটা গোটা মালয়ালি গান গেয়েছে আড়াই বছরের জিভা। আধো আধো গলায় জিভার সেই গান ইনস্টাগ্রামে আপলোড হওয়ার পরেই ভাইরাল হয়ে যায়। সেই ভিডিও দেখলেই বোঝা যায়, এই একরত্তি মেয়ে এই বয়সেই রপ্ত করে ফেলেছে মালয়ালির কঠিন উচ্চারণ। আর এই গান গাওয়ার কারণেই কেরলের এক মন্দিরে জিভাকে ‘চিফ গেস্ট’ হিসেবে আহ্বান জানানো হয়েছে।
'অম্বালাপূজা উন্নি কন্নানোদু নি' বলে যে গানটি ধোনি-কন্যা গেয়েছে, সেটি ‘আদ্বয়েতম’ (১৯৯২) ছবির গান। এই গানটি কৃষ্ণকে উদ্দেশ্য করে গাওয়া হয়। জিভার গলায় এমন কৃষ্ণস্তুতি কি তার পূর্বজন্মের যোগ? এই কঠিন গান শিখল কোথা থেকে এই ছোট্ট মেয়ে? ওই ভাইরাল পোস্টটি থেকেই জানা গিয়েছে, জিভার দেখাশোনা করেন এক মালয়ালি মহিলা। তাঁর নাম শিলা। তিনিই এই গান শিখিয়েছেন জিভাকে। কিন্তু জিভা এই কঠিন গানটি গাওয়ার পরে তাঁর শিলা আন্টিও অবাক।
আগামী ১৪ জানুয়ারি কেরালার আলাপ্পুজা জেলার অম্বালাপ্পজা শ্রীকৃষ্ণ মন্দিরে কৃষ্ণ উৎসব হয়। সেই উৎসবে জিভাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করেছে মন্দির কর্তৃপক্ষ। এবেলা।
বিডি প্রতিদিন/এ মজুমদার