ভারতের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফাইনালের টিকিটের জন্য হাহাকার। সূত্রের খবর, রাজ্যের কয়েকজন আমলার হাতে শনিবার দুপুর পর্যন্ত টিকিট পৌঁছায়নি। আবার কাউকে লোক পাঠিয়ে টিকিট আনাতে হয়েছে। এমনকি, সাবেক ক্রীড়ামন্ত্রী মদন মিত্রও ভবানীপুরের এক ফুটপাথে বসে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখলেন!
জানা যায়, শনিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেশ কয়েকজন মন্ত্রী যখন যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত, তখন মদন ভবানীপুরের ফুটপাথে। পরনে নীল রঙের পাঠান স্যুট। আশেপাশে ছড়ানো মশা তাড়ানোর স্প্রে, ফিনাইল। রাস্তায় চেয়ার, সোফা পেতে বসে ঘনিষ্ঠদের সঙ্গে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখলেন সাবেক এই ক্রীড়ামন্ত্রী। তাহলে কী দেশটির সরকারের তরফে তাকে টিকিট পাঠানো হয়নি? সে বিতর্কে ঢোকেননি মদন। কিন্তু মনে করাতে ভোলেননি, যুবভারতীতে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের খেলা নিয়ে আসার নেপথ্যের কারিগর তিনিই!
মদনের কথায়,পাঁচ বছর আগে দিল্লিতে তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটারের সঙ্গে বসে বিড করে এই খেলা কলকাতায় এনেছিলাম।’’ তাহলে ফুটপাথে বসে বিশ্বকাপ দর্শন কেন? মদনের মন্ত্রব্য, ফিফা ঠিক করবে কে টিকিট পাবে। সরকারের করার কিছু নেই! এবেলা।
বিডি প্রতিদিন/এ মজুমদার