কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে রাখার জন্য বিরাট কোহলিদের কাছে জীবন-মরণের লড়াই ছিল কানপুরের ম্যাচ। সেই ম্যাচে নজিরবিহীন রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক। একদিনের ক্রিকেটে দ্রুততম ৯ হাজার রান সংগ্রহকারী হিসাবে এবি ডি ভিলিয়ার্সকে টেক্কা দিলেন তিনি।
এর আগে এই রেকর্ডের খেতাব ছিল দক্ষিণ আফ্রিকার ‘রান মেশিন’ এবি ডি ভিলিয়ার্সের। ৯ হাজার রান করতে ১৯৪ ইনিংসে লাগল বিরাটের, সেখানে ডি-ভিলিয়ার্সের লেগেছিল ২০৫টি ইনিংস।
রেকর্ড ভাঙাভাঙিতে এবি'র সঙ্গে কার্যত ইঁদুর দৌড় খেলছেন কোহলি। দ্রুততম ৮ হাজার রানের রেকর্ডও এবি'র থেকে ছিনিয়ে নিয়েছিলেন তিনি। মাত্র ১৭৫টি ইনিংস খেলে এই রেকর্ড গড়েন কোহলি। তবে ভারত অধিনায়ক দ্রুততম ৬ হাজার রানের ক্ষেত্রে হাসিম আমলার রেকর্ড ভাঙতে পারেননি। আমলার থেকে ১৩টি ইনিংসে পিছিয়ে ছিলেন কোহলি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর