দক্ষিণ আফ্রিকা সফরে টাইগাররা যে এতটা অসহায় হয়ে পড়বে তা হয়তো কেউই চিন্তা করেনি। প্রথমে টেস্ট সিরিজ, মাঝে ওয়ানডে ও শেষে টি-টুয়েন্টিতেও হোয়াইটওয়াশ হলো সফরকারীরা। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টাইগারদের ৮৩ রানে হারিয়েছে প্রেটিয়ারা। ব্যাট হাতে দুর্দান্ত এক শতক তুলে নিয়েছেন ডেভিড মিলার। আর তার প্রশংসা করতে ভুলেননি বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও।
তৃতীয় টি-টোয়েন্টি শেষে সাকিব আল হাসান বলেন, ‘আমরা খুব একটা খারাপ বল করিনি। প্রথম ১০ ওভার সঠিক জায়গায় বল ফেলেছে বোলাররা। তবে সব কৃতিত্ব মিলারের। অসাধারণ খেলেছে সে। পুরো সিরিজেই প্রতিচ্ছবি এটাই। প্রতি ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কেউ না কেউ ম্যাচ ছিনিয়ে নিয়ে গেছে।’
এসময় সাকিব আরও বলেন, ‘বিদেশের মাটিতে জিতে আমাদের আরও অনেক পরিশ্রম করতে হবে। এরপর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে। আশা করছি, সেই সিরিজগুলোতে ভুলগুলো শুধরে উঠতে পারবো আমরা।’
পচেফস্ট্রুমে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি তুলে নেন ডেভিড মিলার। আর এখানেই ম্যাচটা হেরে বসে বাংলাদেশ। আমলা-মিলারদের ২২৪ রানের জবাবে ১৪১ রানেই গুটিয়েছে টাইগারদের ইনিংস। সৌম্য, রিয়াদ, মিরাজ ও সাইফুদ্দিন ছাড়া কেউই দুই অঙ্কের ঘর পেরুতে পারেন নি। সর্বোচ্চ ৪৪ রান এসেছে সৌম্যর ব্যাট থেকে।
বিডি-প্রতিদিন/ ৩০ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ