নতুন মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। চলতি মৌসুমে ভ্যালেন্সিয়া-লেভান্তের মতো দলগুলোর বিপক্ষে ড্র করেছে দলটি, হেরে গেছে রিয়াল বেটিসের বিপক্ষে। আর তারই ধারাবাহিকতায় গতকাল রাতে কাতালান ক্লাব জিরোনার বিপক্ষে ২-১ গোলে হেরেছে আসরে বর্তমান শিরোপাধারীরা।
এই হারের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে আট পয়েন্ট পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। তবে এখনই হতাশ হতে চান না রিয়াল কোচ জিনেদিন জিদান। দল আবারও ছন্দে ফিরবে বলে বিশ্বাস করেন তিনি।
এ ব্যাপারে সংবাদ সম্মেলনে জিদান বলেন, ‘আমরা তিনটি পয়েন্ট হারিয়েছি। শীর্ষ দলের চেয়ে আমরা আট পয়েন্ট পিছিয়ে। তবে তেমন কিছু পরিবর্তন হয়ে যায়নি। রিয়াল ঘুরে দাঁড়াতে পারবে। আমাদের ভালো দিন আসবে এবং প্রতিপক্ষরাও পয়েন্ট হারাবে।’
এদিকে, লা লিগায় দুর্দান্ত ফর্মে আছে বার্সেলোনা। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মেসির দল। ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া। আর ১০ ম্যাচে ৬ জয় পাওয়া রিয়ালের সংগ্রহ ২০ পয়েন্ট।
বিডি-প্রতিদিন/ ৩০ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ