অনুমতি ছাড়াই এক পরিচিত তরুণীর নগ্ন ছবি ছড়িয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ফুটবলার নাথান ব্রড। পরে অনলাইনে ছবিটি ভাইরাল হয়ে যায়। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়ান ফুটবল লিগের দল রিচমন্ড টাইগার্স। ২৪ বছর বয়সী নাথান নিজের অভিযোগ স্বীকারও করে নিয়েছেন।
নাথান নিজেই ছবিটি তুলেছিলেন। পরে ওই তরুণী ছবিটি মুছে ফেলতে বলেন। নাথান জানান, তিনি তা করেছেন। কিন্তু ছবিটি তার ফোনেই ছিল যা পরে পরিচিত মানুষদেরও দিয়েছেন।
নাথান বলেন, আমি খুব ব্যক্তিগত একটি ছবি সেই তরুণীর অনুমতি না নিয়ে ছড়িয়েছি। আমি এর পুরো দায় দায়িত্ব নিচ্ছি। আমি এ জন্য লজ্জিত এবং বিব্রত। আমি মাতাল-বাজে লোকের মতো কাজ করেছি। আমি শুধু আমার পরিবার বা বন্ধু নয়, নিজের ক্লাবকেও লজ্জায় ফেলেছি। এমন এক নারীর সঙ্গে আমি এ আচরণ করেছি যাকে আমি পছন্দ করি, শ্রদ্ধা করি।
বিডি প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৭/ফারজানা