ভিন্ন রকম এক অভিজ্ঞতার সাক্ষী হলো ফুটবল দুনিয়া। কারণ, ফুটবলে এমন ঘটনা এর আগে দেখা গেছে বলে মনে হয় না। টয়লেট করার দায়ে লালকার্ড দেখেছেন এক গোলরক্ষক। কারণ টয়লেট করতে যেয়ে একটু অসভ্যতাই করে ফেলেছিলেন স্যালফোর্ড সিটির গোলরক্ষক ম্যাক্স ক্রোমবে।
শনিবার ইংল্যান্ডের জাতীয় লিগের ম্যাচের ঘটনা এটি। ব্র্যাডফোর্ড পার্কে হচ্ছিল ম্যাচটি। ম্যাচের ৮৭তম মিনিটে প্রসাবের বেগ চাপে গোলরক্ষক ম্যাক্স ক্রোমবের। সেই বেগ চেপে রাখতে না পেরে গোলপোস্টের বাইরেই মূত্র ত্যাগ করেন তিনি। ম্যাচ রেফারিদের দৃষ্টি এড়ায়নি বিষয়টি। সঙ্গে সঙ্গেই তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন তারা।
এরপর ব্র্যাডফোর্ড পার্ক এভিনিউ টুইট করে এই লিখে, 'আমরা মজা করছি না। কারণ আমরা নিশ্চিত করছি, ম্যাচের সময় মূত্রত্যাগ করায় ক্রোমবেকে মাঠের বাইরে পাঠিয়ে দেয়া হয়েছে। '
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর