বোলিং কোচ হিসেবে চার্ল ল্যাঙ্গাভেল্ডেটের মেয়াদ আর বাড়াবে না দক্ষিণ আফ্রিকা। তার পরিবর্তে বোলিং কোচের দায়িত্বও পালন করবেন প্রধান কোচ ওটিস গিবসন। ফলে প্রধান কোচের পাশাপাশি বোলিং কোচের দায়িত্বও পালন করবেন তিনি।
এ ব্যাপারে গিবসন বলেন, ‘আমি নিজ থেকেই এই দায়িত্ব পালনের সিদ্বান্ত নিয়েছি। এতে আমার কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে। আশা করি ভালোভাবে সফলভাবে তা পালন করতে পারবো।’
বোলিং কোচের দায়িত্ব গিবসন নিজেই বুঝে নেয়াতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সহকারী কোচ, ব্যাটিং, ফিল্ডিং ও স্পিন বোলিং কোচ নিয়োগ দিবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। বোলিং কোচ নিয়ে মাথা ঘামাতে হবে না প্রোটিয়াদের।
গিবসন বলেন, ‘আমি বোলিং কোচের কাজ নিজের মত করে করবো। তবে ব্যাটিং-ফিল্ডিং-স্পিন ও সহকারী কোচের দলে প্রয়োজন রয়েছে। এই চার বিভাগেই শিগগিরই দল কোচ নিয়োগ দিবে।’
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৭/এনায়েত করিম