এখন পর্যন্ত আমরা দক্ষিণ আফ্রিকা থেকে কোন সিরিজ জিতে ফিরতে পারিনি। না টেস্ট, না ওয়ানডে। পঁচিশ বছরের সিরিজ জয়ের সেই খরা এবার খুব সম্ভবত কাটতে চলেছে। তবে ক্রিকেটে কিছুই বলা যায় না। দক্ষিণ আফ্রিকা শেষ তিনটে ওয়ানডে জিতে ভারতের সিরিজ জয়ের সুযোগ আটকে দিতে পার। কিন্তু সেটা পুরোটাই ঘোরতর কঠিন আর অবাস্তব ভাবনাও বটে।
আসলে দক্ষিণ আফ্রিকা না পারছে বিরাটকে আটকাতে, না তাদের ব্যাটসম্যানরা পারছে ভারতের দুই রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল আর কুলদীপ যাদবকে খেলতে। স্পিনারকে খেলার আগে তাকে পিক করতে হয়। তারপর খেলতে হয়। দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যানরা কুলদীপদকে পিকই করতে পারছে না।
কোহলির সামনে প্রোটিয়া বোলারদের আবার একই অবস্থা হচ্ছে। কাগিসো রাবাদা, মর্নি মর্কেল ঠিক আছে। ওরা ভাল বোলার। কিন্তু ফেলুকায়ো কিংবা ক্রিস মরিস খুব, খুব সাধারণ। ইমরান তাহির র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর রিস্ট স্পিনার হতে পারে। কিন্তু কোহলি, ধাওয়ানকে বল করে সে এক নম্বর হয়নি। এমনিতেই রিস্ট স্পিনার হিসেবে কুলদীপ-চাহালরা তাহিরের চেয়ে অনেক ভাল। তার উপর যেখানে কুলদীপদের শুরুর দিকেই কোহলি আনছে, সেখানে তাহিরকে ওদের ক্যাপ্টেন এডেন মারক্রাম আনছে পরের দিকে।
আর তাই দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ বাঁচানোর সম্ভাবনা কম। অনেকেই বলাবলি করছেন যে, দক্ষিণ আফ্রিকার একটা ডে’ভিলিয়ার্স খেলছে না। একটা ফাফ দু’প্লেসি খেলছে না। কুইন্টন ডি’কক খেলছে না। এরকম ভাঙাচোরা একটা টিমের বিরুদ্ধে জয় মর্যাদার নয়। তাই ভারত সিরিজ ৬-০ জিতলে যা পুরো চাপা পড়ে যাবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর