বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকায় পরপার সেঞ্চুরি করে ভারতের সরকারের কাছে 'আসলি স্বদেশী' হয়েছেন। এই মুহুর্তে টি-২০ সিরিজের জন্য প্রস্তুতি নেওয়ার ফাঁকে বিরাট হয়তো জেনে খুশি হবেন যে, ভারতের হয়ে বিদেশের মাটিতে সেঞ্চুরি করার জন্য মোদি সরকার তাকে পয়লা নম্বর স্বদেশী হিসেবেই দেখছেন। তার ১০০ বিদেশের মাটিতে ‘ব্রান্ড ইন্ডিয়া’র ইমেজ বাড়িয়েছে বলেই ভাবছে ভারত সরকার।
মোদি সরকারের বিসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জয়ন্ত শর্মা শনিবার কলকাতায় বিরাটকে পাক্কা স্বদেশী বলেছেন। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে দিয়ে তিনি জানালেন, ২০১৪ সাল থেকে ভারতকে নতুন পথে চলতে শিখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই এখন দেশীয় কোম্পানিগুলোর বিদেশের মাটিতে সফলতা দেখানোর সুযোগ এসেছে । যেমন দেখাচ্ছে বিরাট কোহলি। কিন্তু পরিস্থিতি এমন ছিল না। ডিসেম্বরে বিরাট-অানুশকার বিয়ের পর ভারত যখন সব থেকে আলোচিত বিয়েটি নিয়ে গল্প-গুজবে মত্ত, তখনই তাল কেটে গিয়েছিল পান্নালাল শাক্যের মন্তব্য। বিরাটকে ‘দেশদ্রোহী’ বলে মধ্যপ্রদেশে বিজেপির এই বিধায়ক দেশের আপামোর ক্রিকেটভক্তের কু-নজরে এসেছিলেন। তার যুক্তিটাও ছিল অদ্ভুত।
'ভগবান শ্রীরাম, শ্রীকৃষ্ণ, বিক্রমাদিত্য, ধর্মরাজ যুধীষ্ঠির সকলেই এই ভূমিতে (ভারতের মাটি) বিয়ে করেছিলেন। কেউ বিদেশে গিয়ে বিয়ে করেননি। ও (বিরাট) অর্থ কামায় ভারতে, আর কোটি কোটি টাকা বিয়েতে খরচ করে ইটালিতে। ও ভারতকে সম্মান করে না।’ কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার