সিরিজ বাঁচাতে মরিয়া বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা মরার ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আজকের ম্যাচে জিতে শুধু সিরিজে সমতাই নয়, একই সাথে শ্রীলঙ্কার থেকে সমীহ আদায় করে নেওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের।
আজকের ম্যাচে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। একই সাথে অভিষেক হতে যাচ্ছে অল রাউন্ডার মেহেদী হাসান ও আবু জায়েদের। আর আফিফ হোসেনের জায়গায় দলে এসেছেন মোহাম্মদ মিঠুন। সব মিলিয়ে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমছে দলটি।
বাংলাদেশ একাদশ
তামিম, সৌম্য, মিঠুন, মুশফিক, মাহমুদউল্লাহ, সাইফুদ্দিন, মেহেদী হাসান, আরিফুল হক, নাজমুল ইসলাম, মুস্তাফিজ ও আবু জায়েদ।
বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত