সময়টা ভালো যাচ্ছে না টিম বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিটের পর টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও সফলতার মুখ দেখেনি টাইগার শিবির। সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচে সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে ভিন্ন কিছুরই আশায় নেমেছিল টাইগাররা। কিন্তু তা আর হয়নি। এজন্য অবশ্য টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহর কাঠগড়ায় বোলাররাই রয়েছেন।
রবিবার টস জিতে বোলারদের কথা বিবেচনা করে আগে বোলিং নিয়েছিলেন টাইগার অধিনায়ক। কিন্তু শুরু থেকেই টাইগার বোলারদের কোণঠাসা করে রাখে শ্রীলঙ্কা। ফলে ২১১ রানের বিশাল লক্ষ্যই ছুঁড়ে দেয় সফরকারীরা। কিন্তু মাত্র ১৩৫ রানেই অলআউট বাংলাদেশ।
এক্ষেত্রে বোলাররা কিছুটা নিয়ন্ত্রণ রাখতে পারলে ফলাফল ভিন্ন হতে পারতো বলে মনে করে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা ভালো বোলিংও করিনি। যদি তাদের ১৮০ রানের মধ্যে আটকে রাখতে পারতাম তাহলে হয়তো আমরা চেজ করতে পারতাম।’
প্রসঙ্গত, রেকর্ড গড়েই এ ম্যাচ জিততে হতো বাংলাদেশের। কারণ এ সংস্করণে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ ১৯৩ রান।
বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ