হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ পেসার প্লাঙ্কেট। তার ইনজুরির সুযোগে দলে ডাক পেয়েছে তরুণ পেসার ক্রেইগ ওভারটন।
এর আগে, গত ডিসেম্বের অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড দলে অভিষেক হয় ওভারটনের। এবার ইংল্যান্ডের হয়ে ওয়ানডে দলে অভিষেকের অপেক্ষায় রয়েছেন ২৩ বছর বয়সি এ তারকা।
এছাড়া, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও প্রত্যাবর্তণ হচ্ছে ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসের। নাইট ক্লাবের বাইরে মারামারিতে জড়িয়ে ইংল্যান্ড দল থেকে বহিস্কৃত হয়েছিলেন তিনি। এবার তার সঙ্গে মাঠে নামার সুযোগ হয়ে যেতে পারে ওভারটনের।
হ্যামিল্টনে পাঁচ ম্যাচ ওয়ানডের প্রথমটিতে আগামী রবিবার ইংল্যান্ড দলকে স্বাগত জানাবে নিউজিল্যান্ড।
বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ