ফুটবল মানেই তুমুল জনপ্রিয়তা। পৃথিবীর শ্রেষ্ঠ খেলা হিসেবে সবার ধরা ছোঁয়ার বাইরে এটি। কিন্তু সেই ফুটবলও অনেক সময়ই হিংসাত্মক চেহারা নেয়। সে রকমই একটি ঘটনার সাক্ষী হয়ে থাকল ব্রাজিল।
রবিবার ব্রাজিলে একটি ম্যাচকে কেন্দ্র করে ঝামেলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাল। ১০টি লাল কার্ড দেখান রেফারি, ম্যাচটি ছিল ভিটরিয়া এবং বাহিয়ার মধ্যে শেষমেশ খেলাটিকে পরিত্যক্ত করে দেওয়া হয়।
ঘটনার সূত্রপাত ৩৪ মিনিতে। ডেনিলসনের গোলে এগিয়ে যায় ভিটরিয়া তবে ভিনিসিয়াস দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে পাঁচ মিনিটের মধ্যে বাহিয়ার হয়ে সমতা ফেরান এবং ভিটরিয়া সমর্থকদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করেন এবং সেটির প্রতিবাদেই দুই দলের মধ্যে বাকবিতাণ্ডা যার ফলে অর্ধেক খেলোয়ারকেই কার্ড দেখাতে বাধ্য হন রেফারি। তারসাথেই ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
তবে ফুটবল মাঠে এই দৃশ্য একেবারেই কাম্য নয়, এখন এই ম্যাচ নিয়ে সব তথ্য খতিয়ে দেখছে ব্রাজিল ফুটবল সংস্থা।
বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত