পেশাদার ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিলেন সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন। আসন্ন পাকিস্তান সুপার লীগ(পিএসএল) টি-২০ টুর্নামেন্ট খেলেই ইতি টানবেন বর্ণাঢ্য ক্যারিয়ারের।
অস্ট্রেলিয়ার মাটিতে ২০১৩-১৪ মৌসুমে অ্যাশেজ সিরিজ হারার পর বিতর্কিতভাবে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েন কেভিন পিটারসেন। এরপর বিভিন্ন লিগে খেললেও আর জাতীয় দলের জার্সি পরা হয়নি তার।
৩৪ বছর বয়সী পিটারসেন পাকিস্তানের জিও টিভিকে বলেন, একজন ক্রিকেটার হিসেবে আগামী তিন-চার সপ্তাহ হবে তার শেষ সময়। একজন খেলোয়াড় হিসেবে আসন্ন পিএসএল হবে তার শেষ টুর্নামেন্ট।
বর্ণাঢ্য ক্যারিয়ারে পিটারসেন ইংল্যান্ডের হয়ে ১০৪ টেস্টে ৪৭.২৮ গড়ে ৮১৮১ রান, ১৩৬ ওয়ানডে ৪০.৭৩ গড়ে ৪৪৪০ রান এবং ৩৭টি টি-২০'তে ৩৭.৯৩ গড়ে করেছেন ১১৭৬ রান।
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব