এশিয়া কাপ। একটি ফাইনাল। একটা আক্ষেপের গল্প রয়ে গেল। রাতটি অন্য রকম হতে পারত বাংলাদেশের কোটি কোটি ভক্তের। কিন্তু না সেটি হলো না। শেষ ওভারে ম্যাচটা টেনে নিয়ে গিয়ে, ভারতের সেরা ব্যাটসম্যানদের আগেই সাজঘরে ফিরিয়েও বাংলাদেশ পারল না।
দুবাইয়ে বিনা উইকেটে ১২০ থেকে ২২২ রানে অলআউট হয় বাংলাদেশ। আর সেই লক্ষ্যে পৌঁছাতে হিমশিম খেতে হয়েছে ভারতকে। ম্যাচ গড়িয়েছে শেষ বল পর্যন্ত। হারাতে হয়েছে ৭টি উইকেট।
ফাইনালের এত কাছে এসে স্বপ্নভঙ্গের বেদনায় রীতিমতো পাংশুটে হয়ে কোটি ভক্তের হৃদয়। সে অাক্ষেপ দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাসুদ পারভেজ তার টাইমলাইনে লিখেছেন, ৩০-৩৫ এর আক্ষেপ থেকেই থেকেই গেল। সাগর জাহান নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ইস আর যদি ২০টা রান হতো।
আরও একটি আক্ষেপের গল্প বাংলাদেশের জন্য রয়ে গেল। হয়তো আগামী প্রজন্ম বাংলাদেশকে শিরোপা এনে দেবে বলেই বিশ্বাস অনেকেরই।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত