এশিয়া কাপ জুড়ে উদ্বোধনী জুটির ব্যর্থতা কিছুতেই যেন কাটছিল না। ফাইনালে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের সৌজন্যে যে বৃত্ত থেকে বেরিয়ে এসেছিল বাংলাদেশ। এ দু'জনের ১২০ রানের উদ্বোধনী জুটি চাপে ফেলে দিয়েছিল ভারতকে। লিটন পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। কিন্তু ১২১ রানের মাথায় তাকে যেভাবে আউট করা হয়েছে যা মেনে নিতে পারছেন না ক্রিকেট ভক্তরা।
সামাজিক যোগাযোমাধ্যমে তারা এ জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকের দাবি, থার্ড আম্পায়ার ভুল সিদ্ধান্ত নিয়েছেন। লিটন নট আউট ছিলেন। তাকে আউট করার জন্য আইসিসির লজ্জা হওয়া উচিত বলেও দাবি করেছেন এক ভক্ত।
স্টেডিয়াম থেকে এক ভক্তের ছবি ইন্টারনেটে ভাসছে। যার চোখ বাঁধা, হাতে প্ল্যাকার্ড ধরা, 'লিটন, নট আউট'।
He is The Third umpire of Today's match. his decision not good.hi is dalal of india. Bangladesh player Liton das out is not right.shame icc shame third umpire. pic.twitter.com/CoFotbxIfr
— suman chandra debnath (@sumanchandrade5) September 28, 2018
কেউ কেউ অভিযোগ করেছেন, 'ভারতকে সুবিধা দিতেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পক্ষপাতমূলক আচরণ করেছেন। তাদের মতে, আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে কোনো পার্থক্য নেই।
দাগের ওপর লিটনের পা থাকা সত্ত্বেও লিটনকে কীভাবে আউট দেয়া হয়েছে তাই মেনে নিতে পারছেন ভক্তরা। তারা বিভিন্ন কোণ থেকে লিটনের ছবি দিয়ে তাকে আউট দেয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন।
ICC = BCCI ☑️
We can see clearly from this angle Liton Das, the man who was playing after scoring centuary his foot was behind the line but the umpire gave him out cauze he knows if he don't gave him out this match may be his last match as umpiring. #INDvBAN #AsiaCup2018Final
— Tanib Imtiaz (@tanibimtiaz) September 28, 2018
কেউ আবার এ ম্যাচ বয়কট করতেই পরামর্শ দিয়েছেন বাংলাদেশকে। তাদের মতে, এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে!
সূত্র: ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন/ফারজানা