এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ দলের জন্য ছিল খুবই হতাশাজনক। আঙুলের সেই চোটের জন্য ক্রিকেটে এ বছরই আর হয়তো ফিরছেন না টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। অস্ট্রেলিয়ার চিকিৎসার জন্য যাচ্ছেন তিনি।
যাওয়ার আগে সাকিব বলেছেন, ইনফেকশনটা যতক্ষণ পর্যন্ত জিরো পার্সেন্টে আসবে না, ততক্ষণ পর্যন্ত কোনো সার্জেন্ট অপারেশনে হাত দেবে না। ওইটা হাত দিলে হাড়ে চলে যাবে, আর হাড়ে চলে গেলে পুরো হাত নষ্ট। তবে, এখন মূল পয়েন্টটা হচ্ছে কীভাবে ইনফেকশনটা কমানো যায়। এ আঙুলটা আর কখনো শতভাগ ঠিক হবে না। যেহেতু নরম হাড়, সেকারণে জোড়া লাগার সম্ভাবনা নেই।
সাকিব বলেন, ইনফেকশন দূর করতে হবে। ওইটা চলে গেলে আসলে বোঝা যাবে কত সময় লাগবে। আর আসল সার্জারি করা গেলে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে।
তবে তার এই অনুপস্থিতি দলে খুব একটা নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন না সাকিব, আসলে আমাদের জীবনটা প্রতিদিন মাঠে যাওয়া অনুশীলন করা বা কিছু না কিছু করা। সেখানে সারাদিন ঘরে বসা থাকাটা বিরক্তিকর। আমরা ভাবি, আমাদের ছাড়া দল ভালো খেলতে পারবে না। আমাদের অনুপস্থিতিতে এই যে একটা সুযোগ আসল, অন্যরা কিন্তু ঠিকই ফিরেছে। আমাদের আরও কিছু খেলোয়াড় সামনের কয়েকটা সিরিজে না থাকলেও কোন সমস্যা হবে না।
বিডি প্রতিদিন/ফারজানা