ইউরোপীয় ফুটবলে শেষ হতে চলেছে চ্যাম্পিয়নস লিগ যুগ। আর সেই জায়গা দখল করতে চলেছে ‘ইউরোপিয়ান সুপার লিগ’। ২০২১ সাল থেকে শুরু হচ্ছে ইউরোপিয়ান সুপার লিগ। এই লীগ চালু করতে ইউরোপের শীর্ষ লিগের ১৬টি ক্লাব ইতোমধ্যে একমত হয়েছে। যার ফলে চ্যাম্পিয়নস লিগের অবসান হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র।
চ্যাম্পিয়নস লিগ খেলতে আগ্রহী নয় বলে সেই ১৬ টি ক্লাব একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। তাদের মতে, সুপার লিগ ইউরোপিয়ান ফুটবলের ইতিহাস পাল্টে দেবে। সেই ১৬ টি ক্লাব হল- সুপার লিগের প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে- রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, চেলসি, আর্সেনাল, প্যারিস সেইন্ট জার্মেই, ম্যানচেস্টার সিটি, লিভারপুল এবং এসি মিলান। আর অতিথি ক্লাব হিসেবে যোগ দিচ্ছে- অ্যাথলেটিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, মার্শেই, ইন্টার মিলান ও রোমা।
ইউরোপিয়ান সুপার লিগে যারা খেলবে তারা উয়েফা থেকে আলাদা হয়ে যাবে। ফলে উয়েফার কর্তৃত্ব থেকে বাইরে চলে যাবে দলগুলো। এতে ক্ষতিগ্রস্ত হবে ইউরোপের ছোট দলগুলো। এখন বড় দলগুলো বাদে উয়েফা চ্যাম্পিয়নস লিগ আয়োজন করবে নাকি শক্ত অবস্থান নেবে তা সময়ই বলে দেবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর