অস্ট্রেলিয়ার সিরিজকে সামনে রেখে ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শুরুটা ভালো হলো না তাদের। অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একাদশ দলের বিরুদ্ধে ম্যাচটা প্রোটিয়ারা হারল ৪ উইকেটে। আর এই ম্যাচে একটা কাণ্ডের জন্য হাসির পাত্র হয়ে গেলেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির।
নো-বলে ক্যাচ ধরলেন তাহির। তার পর মাতলেন সেলিব্রেশনে। আম্পায়ারের দিকে তাকালেনই না। যখন তাকালেন ততক্ষণে চারপাশে তার কাণ্ড ঘিরে হাসির রোল।
ম্যাচের ষষ্ঠ ওভারে এমন কাণ্ড ঘটালেন তাহির। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জোস ফিলিপ দক্ষিণ আফ্রিকার কাগিলো রাবাডাকে পুল মারেন। কিন্তু ডিপ ফাইন লেগে থাকা তাহিরের হাতে ধরা পড়েন ফিলিপ। দুর্দান্ত একখানা ক্যাচ ধরেন তাহির।
ক্যাচ ধরার সঙ্গে সঙ্গে সেলব্রেশনে মাতেন দক্ষিণ আফ্রিকার স্পিনার। খেয়ালই করেননি যে আম্পায়ার নো-বলের ইঙ্গিত দিয়েছেন। তাহির সঙ্গে সঙ্গে গ্যালারির দিকে ফিরে হাত উঁচিয়ে সেলিব্রেশন করতে থাকেন। তার পর জার্সির পিছনে লেখা নিজের নাম দেখাতে থাকেন দর্শকদের উদ্দেশে।
কয়েক সেকেন্ড পরই তাহির খেয়াল করেন, আম্পায়ার নো-বল দিয়েছেন। তার পরই চটজলদি বল কিপারের দিকে ছুঁড়ে দেন তাহির। কিন্তু ততক্ষণে ব্যাটসম্যান একস্ট্রা রান নিয়ে ফেলেছে। তাহিরের এমন কাণ্ড নিয়ে ধারাভাষ্যকাররাও মজায় মেতে ওঠেন। এমনতেও ম্যাচটা কিন্তু তাহিরের জন্য ভালো যায়নি।
ব্যাট হাতে শূন্য রানে ফিরেছেন তিনি। তাছাড়া ১০ ওভার বল করে ৪৭ রান দিয়ে তাহির পেয়েছেন মাত্র একটা উইকেট। এদিন দক্ষিণ আফ্রিকা ৪২ ওভারে ১৭৩ রানে শেষ হয়ে যায়। একমাত্র এইডেন মার্করাম (৪৭) ছাড়া কেউ বলার মতো রান পাননি।
উল্লেখ্য, আগামীকাল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচ। তিন ম্যাচের সিরিজ শুরুর আগে ওয়ার্ম-আপ গেমে হেরে দক্ষিণ আফ্রিকা শিবিরে রীতমত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিডি প্রতিদিন/০৩ নভেম্বর ২০১৮/আরাফাত