অজস্র মাটির প্রদীপ দিয়ে বিরাট কোহলির প্রতিকৃতি তৈরি করেছেন মুম্বাইয়ের একজন শিল্পী। প্রিয় ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দীপাবলি উপলক্ষ্যে প্রদীপের মোজাইক করে এই অনবদ্য শিল্প গড়েছেন তিনি।
শিল্পকর্মটি তৈরি হয়েছে লাল, সাদা, নীল, সবুজ, হলুদ এবং বাদামী প্রদীপ দিয়ে। পাঁচ সহ-শিল্পীকে নিয়ে বিরাট কোহলির প্রদীপের মোজাইক তৈরি করার জন্য শেওয়ালের সময় লেগেছে আট ঘণ্টা।
আবাসাহেব শেওয়ালের এই মোজাইক শিল্প নভি মুম্বাইয়ের সিউড গ্র্যান্ড সেন্ট্রাল মলে প্রদর্শনী করা হবে। ৪,৪৮২টি মাটির প্রদীপ ব্যবহার করে নির্মিত হয়েছে ৯.৫ ফুট প্রশস্ত এবং ১৪ ফুট দীর্ঘ এই মোজাইক শিল্প।
শেওয়ালে এনডিটিভিকে জানিয়েছেন, এটি পৃথিবীর বৃহত্তম মাটির প্রদীপ দিয়ে বানানো মোজাইক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং ইউনিক ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য আবেদন করেছি।
কোহলির জন্মদিন এবং দীপাবলির কথা একসঙ্গে মাথায় রেখেই তৈরি, বিরাটকে শ্রদ্ধা জানাতে এই উৎসবের সাহায্য নিয়েছেন বলেও জানান তিনি। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/০৩ নভেম্বর ২০১৮/আরাফাত