সিলেটের অভিষেক টেস্ট। স্মরণীয় একটি ক্ষণ। খেলছেন রাহী। কিন্তু মাঠে ছিলেন না রাহীর পরিবারের কেউ।
রাহী বলছিলেন, বিপিএলের গত আসরে আম্মু মাঠে এসেছিল। পরে আম্মু বলেছিল, মাঠ থেকে বরং আমি টিভিতেই দেখবো। টিভিতে তোরে দেখতে পারি, মাঠে এসে তোরে খোঁজে পাই না।
রাহীর এমন কথায় ম্যাচ শেষে সংবাদ সম্মেলন কক্ষে হাসির রোল পড়ে যায়।
এর আগে অবশ্য আরেক দফা সাংবাদিকদের হাসিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে এসেই আবু জায়েদ রাহী বললেন, সিলেটি ভাষায় কইন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে তখন হাসির রোল বয়ে যায়।
বোঝা গেল, বেশ খোশমেজাজেই আছেন সিলেটের এই ছেলে। ঘরের মাঠ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে একমাত্র স্পেশালিস্ট পেসার হিসেবে জায়গা পেয়েছেন। পেসারদের জন্য বেশি কিছু না থাকা উইকেটে ভয়ঙ্কর হয়ে ওঠতে থাকা হ্যামিল্টন মাসাকাদজাকে শিকার করেছেন। জিম্বাবুয়ের ইনিংসও খুব বড় হয়নি। খোশমেজাজে থাকাটাই যেন স্বাভাবিক।
সিলেট টেস্টে দিন শেষে সফরকারীদের ইনিংস ৫ উইকেট হারিয়ে ২৩৬। এই স্কোরকে খুব বড় করে দেখতে নারাজ রাহী, এই উইকেটে তারা (জিম্বাবুয়ে) কম রানই করেছে।
ঘরের মাঠে টেস্ট খেলা নিয়ে গর্বিত এই পেসার, আমার আন্তর্জাতিক টি-২০ অভিষেক এই মাঠে। সিলেটের অভিষেক টেস্টেও আমি খেলছি। আমি আনন্দিত। উইকেট পেয়ে আরও বেশি আনন্দিত। নিজের নাম লেখা থাকবে উইকেট পেয়েছি।
ম্যাচে মাত্র এক পেসার নিয়ে খেলার বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন উইন্ডিজে টেস্টে অভিষিক্ত হওয়া রাহী, এটা আসলে আমার পার্ট না। টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করেছে, সেটা করেছে।
এক পেসার নিয়ে খেলার বিষয়ে প্রশ্ন ওঠলো আরও। দেশের মাটিতে মাত্র এক পেসার নিয়ে খেলাটা দুঃখজন কিনা এমন প্রশ্নে রাহী বলেন, আসলে দুঃখজনক কিছু না। ম্যানেজমেন্ট ভালো করে বুঝতে পারছে, উইকেটে পেস বোলিং (ভালো) হয় না। সিলেটের উইকেট নিয়ে আমাদের সন্দেহ আছে, কি হয় না হয়। একটা সময় ছিল, ২০১৩-১৪’তে সিলেটের উইকেট অনেক বাউন্সি ছিল। এখন কিছুদিন ধরে, দুই বছর ধরে সিলেটের উইকেট এরকম হয়ে গেছে।
রবিবার জিম্বাবুয়েকে ৩০০-৩২০ রানের মধ্যে বেঁধে রাখতে চায় বাংলাদেশ। রাহী বলছিলেন, ওদের একটা পড়লেই কিন্তু টেলএন্ডার চলে আসবে। আমাদের লক্ষ্য একটা উইকেট নেয়া। আমার মনে হয়, ৩০০-৩২০ রানের মধ্যে ওদের আটকাতে পারবো।
গেল ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে অভিষিক্ত হন রাহী। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ফ্রন্টলাইন বোলারের দায়িত্ব এসে পড়েছে তার কাঁধে। এটা কী বাড়তি চাপ? রাহী তা মনে করেন না, আমার মনে হয় না এরকম কিছু। আমি আমার কাজ করছি।
বিডি প্রতিদিন/০৩ নভেম্বর ২০১৮/আরাফাত