সিলেট টেস্টের প্রথম দিন পাঁচ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে এই টেস্টে প্রথম ইনিংসে সাড়ে ৩০০ রান তোলার লক্ষ্যের কথা জানিয়েছেন দলটির দিনের সেরা ব্যাটসম্যান শেন উইলিয়ামসন।
দিন শেষে সংবাদ সম্মেলনে উইলিয়ামসন বলেন, পাঁচ উইকেটে ২৩৬, এই অবস্থান থেকে আমরা ৪০০ রানের চিন্তা করছি না। আমাদের লক্ষ্য ৩৫০ রান।
প্রথম দিনের খেলা শেষে নিজেদে এগিয়ে রাখতে চান না উইলিয়ামসন, আমি মনে করি, যতো রান হয়েছে, তাতে যদি ৪ উইকেট পড়তো, তবে আমরা এগিয়ে থাকতাম। সিলেটের উইকেট নিয়েও সন্তুষ্ট প্রথম ইনিংসে ৮৮ রান করা উইলিয়ামসন।
বিডি প্রতিদিন/০৩ নভেম্বর ২০১৮/আরাফাত