ফর্মের তুঙ্গে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সদ্যশেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে টানা তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। এরই মাঝে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন কোহলি। শচীনের চেয়ে ৯৯ ম্যাচ কম খেলে ২১২ ম্যাচে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বর্তমান সময়ের বিস্ময় এই ব্যাটসম্যান।
ফলে সাবেক তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি বলেছেন, বিরাট কোহলি যেভাবে খেলছেন তাতে অচিরেই ব্যাটিংয়ের সব রেকর্ড ভেঙে দেবেন।
গাভাস্কার আরও বলেন, ‘যে গতিতে বিরাট এগোচ্ছে তাতে কোনো রেকর্ডই সুরক্ষিত নয়। সব ব্যাটিং রেকর্ডই বিরাট কোহলি ভেঙে দিতে পারে। ওর ফিটনেস দুর্দান্ত। আমার তো মনে হয় আরও পাঁচ থেকে সাত বছর খেলে যেতে পারে বিরাট। শচীন প্রায় চল্লিশ বছর পর্যন্ত খেলেছিল। বিরাটও ততদিন খেলতেই পারে। আর তা যদি হয় তাহলে ব্যাটিংয়ের সব রেকর্ডই হয়তো থাকবে বিরাটের দখলে।’
ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলা কোহলি ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না।
বিডি প্রতিদিন/এনায়েত করিম