ফিক্সিং কাণ্ডে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের ক্যারিয়ার প্রায় শেষ হতে বসেছিল। আদৌ ক্রিকেটে ফিরতে পারবেন কি না তা নিয়ে তৈরি হয়েছিল চরম ধোঁয়াশা। কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটে ফিরেছিলেন তিনি। শুধু ফিরেছিলেন বললে কম বলা হবে, বেশ দাপট নিয়েই ফিরে এসেছিলেন আমির। কিন্তু ক্রমেই যেন তাঁর সেই দাপট কমে আসছে। আরও একবার আমিরের ক্যারিয়ারে আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে। এবার অবশ্য ফিক্সিংয়ের ছায়া নয়। অফ ফর্মের জন্য ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন আমির।
ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছিলেন। তার পর থেকে একের পর এক টুর্নামেন্টে ভাল পারফর্ম করেছেন। বিশ্ব ক্রিকেট তাঁর এই কামব্যাক নিয়ে প্রশংসা করা শুরু করেছিল। সাময়িকভাবে দিকভ্রষ্ট হয়েছিলেন। কিন্তু নিজের ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরে এসেছিলেন আমির। তাঁর এই স্পিরিট ভাল চোখে দেখেছিল বিশ্ব ক্রিকেট। কিন্তু সম্প্রতি তার ফর্ম একেবারে তলানিতে ঠেকেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট আর টি-টেয়েন্টি দলে জায়গা পাননি। এবার ওয়ানডে দল থেকেও ছিটকে গেলেন আমির। সংযুক্ত আরব আমিরশাহিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা পাননি আমির।
এশিয়া কাপের তিন ম্যাচে একটি উইকেট পাননি। তারপরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে থেকে বাদ পড়েন। আমির ছাড়াও ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন ইমাদ ওয়াসিম আর মোহাম্মদ হাফিজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই দুই জন জায়গা ফিরে পেলেও আমির বাইরে। আগামী ৭ নভেম্বর আবুধাবিতে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ