টাইগারদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি জিম্বাবুয়ে। তাইজুলের ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় সফরকারী শিবির। অবশেষে ১০ উইকেটের বিনিময়ে জিম্বাবুয়ের সংগ্রহ ২৮২ রান।
প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে তিনশ’ রানের নিচে আটকে রেখে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে টাইগারদের শুরুটাও ভালো হয়নি। ব্যাট হতে মাঠে নেমে ৫ রানে বিদায় নেন ইমরুল কায়েস। চাতারার বলে বোল্ড হন তিনি।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি উদযাপন করেন তাইজুল ইসলাম। তার ঘূণিতেই ১১৭.৩ ওভারে ২৮২ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ৬ উইকেট লাভ করেন তাইজুল। জিম্বাবুয়ের হয়ে ১৯২ বলে ৬টি চারে ৬৩ রানে অপরাজিত থাকেন পিটার মুর।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ