টাইগারদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি জিম্বাবুয়ে। তাইজুলের ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় সফরকারী শিবির। অবশেষে ১০ উইকেটের বিনিময়ে জিম্বাবুয়ের সংগ্রহ ২৮২ রান।
প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে তিনশ’ রানের নিচে আটকে রেখে ব্যাটিংয়ে নেমেও শুরুটা ভালো হয়নি টাইগারদের। ব্যাট হতে মাঠে নেমে ৫ রানে বিদায় নেন ইমরুল কায়েস। চাতারার বলে বোল্ড হন তিনি। এরপর লিটন দাসকে বিদায় করেন জার্ভিস। ৯ রান করে রেগিস চাকাভার তালুবন্দী হন এই টাইগার ওপেনার।
দ্রুতই ঘটে তৃতীয় উইকেটের পতন। টাইগার শিবিরে আবারও চাতারার আঘাত। এবার নাজমুল হোসেন শান্তকে শূন্য রানে তালুবন্দী করেন চাকাভা। পরে ব্যাট হাতে ব্যর্থ হন মাহমুদউল্লাহও। শূন্য রানে চাতারার বলে বোল্ড হয়ে ক্রিজ ছাড়ন এই টাইগার ব্যাটসম্যান।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি উদযাপন করেন তাইজুল ইসলাম। তার ঘূণিতেই ১১৭.৩ ওভারে ২৮২ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ৬ উইকেট লাভ করেন তাইজুল। জিম্বাবুয়ের হয়ে ১৯২ বলে ৬টি চারে ৬৩ রানে অপরাজিত থাকেন পিটার মুর।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ