ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কষ্টার্জিত জয় পেয়েছে ভারত। ক্যারিবীয়দের দেয়া ১১০ রানের সহজ লক্ষ্যমাত্রা পার করতে ভারতকে খোয়াতে হয়েছে পাঁচটি উইকেট। খরচ করতে হয়েছে ১৭.৫ ওভার।
কলকাতার ইডেনে টস হেরে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাট করতে নেমে টপ অর্ডারদের ব্যর্থতায় নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান করতে সক্ষম হয় ক্যারিবীয়রা।
জবাবে ব্যাট করতে নেমে ভারতেরও শুরুটা হয় একেবাড়ে নড়বড়ে অবস্থায়। ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা ও শেখর ধাওয়ান কেউই নিজেদের মেলে ধরতে পারিনি। রোহিত আউট হন মাত্র ৬ রান করে৷ আর শেখর ধাওয়ান আউট হন ৩ রান করে৷ ডাগআউটে দীর্ঘ অপেক্ষার পর মাঠে ফিরে লোকেশ রাহুল করেছেন ১৬ রান। মণীশ পান্ডে আউট হন ১৯ রান করে।
অন্যদিকে, দীনেশ কার্তিক দলকে জিতিয়ে অপরাজিত থাকেন ৩১ রানে। ক্রুণাল নটআউট থাকেন ব্যক্তিগত ২১ রানে৷
প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ টপ অর্ডারদের ব্যর্থতায় বড় ইনিংস সংগ্রহ করতে পারিনি। টি-২০ অভিষেককারী ফ্যাবিয়ান অ্যালেন ছাড়া বলার মতো রান করতে পারেননি কেউই৷ ভারতের সব বোলাররাই নিয়ন্ত্রিত বোলিং করলেও বিশেষ করে কুলদীপ যাদবের সামনে নিতান্ত আসহায় দেখায় ক্যারিবিয়ানদের৷
ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের একবারের জন্যও স্বস্তিতে দেখা যায়নি৷ শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ৷ ম্যাচে ভারতীয় বোলারদের কাছে একেবারে নাকানি চুবানিতে খেতে হয় ক্যারিবীয়দের।
ম্যাচে ব্যাট করতে নেমে শাই হোপ ১৪ রান করে হেটমায়ারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন৷ ১০ রান করে হেটমায়ার উইকেট দেন বুমরাহকে৷ ড্যারেন ব্র্যাভো (৫), রোভম্যান পাওয়েল (৪) ও কার্লোস ব্রাথওয়েটকে (৪) পর পর ফিরিয়ে দেন কুলদীপ যাদব৷ দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করে খলিল আহমেদের প্রথম আন্তর্জাতিক টি-২০ শিকার হন অ্যালেন৷ কীমো পল ১৫ ও পিয়ের ৯ রান করে অপরাজিত থাকেন৷
কুলদীপ ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন৷ উমেশ যাদব, খলিল আহমেদ, ক্রুণাল পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহ নেন একটি করে উইকেট৷ ম্যাচে সেরা পুরস্কার উঠেছে কুলদীপের হাতে৷
টেস্ট ও ওয়ানডে সিরিজের জেতার পর টি-টোয়েন্টি সিরিজেও জয়ের ধারা অব্যাহত রেখেছে টিম ইন্ডিয়া।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৮/বাজিত হোসেন