আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন ভূমিকায় হাজির হচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক পেসার জহির খান। সবকিছু ঠিকঠাক থাকলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে অভিষেক হতে পারে ভারতের সাবেক এই স্পিড স্টারের।
জহির খান জাতীয় দল থেকে অবসর নেয়ার পর কিছুদিন আইপিএল খেলেছেন। পরে সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে দিল্লি ডেয়ারডেভিলসের আনঅফিসিয়াল বোলিং মেন্টর হিসেবে কাজ করেন।
সম্প্রতি আরব আমিরাতে টি-১০ ক্রিকেট লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি৷ এদিকে আগামী মৌসুমে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হতে পারেন জহির৷ জহির খান শ্রীলঙ্কার ইয়র্কার স্পেশালিস্ট লাসিথ মালিঙ্গার স্থলাভিষিক্ত হবেন।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন জহির খান। ক্যারিয়ারে ৯২টি টেস্টে, ২০০ ওয়ানডে এবং ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জহির। এবার মুম্বাইয়ের বোলিং কোচের দায়িত্ব পেলে কাজ করবেন দলের হেড কোচ মাহেলা জয়বর্ধনের সঙ্গে।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৮/বাজিত হোসেন