ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে গোল বন্যায় ভাসাল ম্যানচেস্টার সিটি। নিজেদের ঘরের মাঠে একটি দু’টি নয় ৬ বার সাউদাম্পটনের জালে বল পাঠিয়েছে ম্যান সিটির খেলোয়াড়রা। ম্যাচে জোড়া গোল করেছেন রহিম স্টারলিং।
রোববার রাতে ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে ১৮ মিনিটের মাথায় ৩-০ গোলে এগিয়ে যায় ম্যান সিটি। যদিও গোল উৎসবের শুরুটা ম্যাচের ৬ মিনিটে। পরে ম্যাচের ১২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও আগুয়েরো। আর এ গোলের মধ্য দিয়েই প্রিমিয়ার লিগের ইতিহাসে নবম খেলোয়াড় হিসেবে ১৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন এই আর্জেন্টাই ফরোয়ার্ড।
৪-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় পেপ গার্দিওলা শিষ্যরা। দ্বিতীয়ার্ধে এসে পুরোটা সময় ম্যাচে আধিপত্য বিস্তার করে ম্যান সিটির খেলোয়াড়রা। ম্যাচে যোগ করা সময়ে স্টার্লিংয়ের পাস থেকে জোরালো শটে সাউদাম্পটনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে ৬-১ বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।
এ জয়ের ফলে ১১ ম্যাচে ৯ জয় ও দুই ড্রয়ে লিগের শীর্ষে ফিরে আবারও ম্যানচেস্টার সিটি। ম্যান সিটির বর্তমান পয়েন্ট ২৯। আর ২৭ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে চেলসি ও লিভারপুল।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৮/বাজিত হোসেন