ক্যালিয়ারির বিরুদ্ধে সেরি আ'র খেলায় ক্রিস্টিয়ানো রোনালদো গোল না পেলেও ৩-১ গোলে জয় পেয়েছে জুভন্টাস। ইতালির সেরা লিগে জুভেন্টাস এখনও শীর্ষেই। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৩১। চ্যাম্পিয়ন্স লিগে আগামী বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে জুভেন্টাসের।
এই ম্যাচের আগে রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ আলেগ্রি বললেন, ‘‘সব সময়ই ও আমার দলের নেতা। সব অর্থেই ক্রিস্টিয়ানো অসাধারণ। এই ধরনের ফুটবলারই একটা ম্যাচে পার্থক্য গড়ে দেয়। আর সেটা শুধু গোল দিয়ে করে না, করে অসাধারণ সব গোলের পাস দিয়েও।’’
আলেগ্রি অবশ্য এটাও বলেছেন যে পরের ম্যাচগুলোতে জুভেন্টাসের রক্ষণকে আরও শক্ত করাই তাঁর লক্ষ্য। বিশেষ করে ম্যানইউ'র বিপক্ষে খেলতে নামার আগে দলের এই বিভাগটি নিয়ে ভালই উদ্বেগে আছেন আলেগ্রি। তিনি বলেন, ‘‘অনেক সময়ই নিজেদের ভুলে আমরা বাজে গোল খেয়ে যাচ্ছি। এটা চলতে দেওয়া যায় না।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ