সিলেট টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে জিম্বাবুয়ে। আগের দিন জিম্বাবুয়ের ২৮২ রানের জবাবে মাত্র ১৪৩ রানেই গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশের প্রথম ইনিংস। আগের দিনের ১৪০ রানের লিড নিয়ে আজ মাঠে নামে সফরকারীরা।
এদিন প্রথম উইকেট হিসেবে ব্রায়ান চারিকে হারায় সফরকারী জিম্বাবুয়ে। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন এই ওপেনার। দ্বিতীয় উইকেটে ব্রেন্ডন টেলরকে ফেরান তাইজুল ইসলাম।
নাজমুল ইসলাম অপুর হাতে ক্যাচ মিস হওয়ায় এর আগে জীবন পান চারি। তবে ইনিংসের ১৩তম ওভারে মিরাজের করা দ্বিতীয় বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন তিনি। আর তাতেই ১৯ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে জিম্বাবুয়ের। সাজঘরে ফেরার আগে ৩৩ বলে ৪ রান করেন জিম্বাবুয়ে এ ওপেনার।
প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া তাইজুল ফেরান ভয়ঙ্কর হয়ে ওঠা টেলরকে। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নেমে মাত্র ২৫ বলেই ২৪ রান তোলেন তিনি। ১৯ তম ওভারে তাইজুলের বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টেলর।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ